Hits: 1
বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে, দারিয়াপুর বন্দরের যানজট সমস্যার স্থায়ী সমাধান, হাটের জায়গা বৃদ্ধি, টোল আদায়ে অনিয়ম জুলুম বন্ধের দাবিতে দারিয়াপুরে বিক্ষোভ সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল কমিটি।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় গাইবান্ধা সদর উপজেলা দারিয়াপুর হাটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দারিয়াপুর অঞ্চল সিপিবি’র সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা কমিটির সদস্য সন্তোষ বর্মন, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন প্রমুখ।
বক্তারা বলেন, অসহনীয় লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সরকার উন্নয়নের বুলি আওড়ালেও নিত্যপন্যের মূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গিয়েছে। দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। কিন্তু বিদ্যুতের সুফল মানুষ পাচ্ছে না। প্রয়োজনের সময় বিদ্যুত পাওয়া যায় না।
সেই সাথে দারিয়াপুর হাটের যানজট সমস্যা, টোল আদায়ে অনিয়ম জুলুম নিয়েও তার ক্ষোভ প্রকাশ করেন। তার অবিলম্বে অধিগ্রহণ করে হাটের জায়গা বৃদ্ধি, যানজট সমস্যার স্থায়ী সমাধান, হাটের টোল আদায়ে অনিয়ম জুলুম বন্ধেরও দাবি জানান।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর