Hits: 3
নতুন বছর ১৪৩০ বঙ্গাব্দকে বরণ করতে নানা আয়োজন করে সাংস্কৃতিক জোট, দারিয়াপুর। গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে প্রতিবছরের ন্যায় বর্ষবরণ উপলক্ষে নানা আয়োজন করে এলাকার সকল সংগঠন ও প্রতিষ্ঠানের জোট সাংস্কৃতিক জোট, দারিয়াপুর। শুক্রবার (১ বৈশাখ) সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও কালজয়ী গান এসো হে বৈশাখ এসো এসো… পরিবেশনের মধ্যদিয়ে উৎসবের শুরু হয়। অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। এতে অংশ নেয় বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে উদীচী, দারিয়াপুর শাখা, দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় ও স্থানীয় শিল্পী মানিক লাল সরকার, সুবাস মল্লিক, রেজু আহম্মেদ, দুলাল সরকার দোলন, প্রকৃতি, পূর্ণতা, অতিথি শিল্পী মোহাম্মদ আলী খান। আলোচনা করেন, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি সফিউল আলম ও বর্তমান সভাপতি আব্দুর রাজ্জাক রেজা।
শেষে বর্ষবরণ উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য এবারে প্রতিযোগিতায় তিনশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর