Hits: 2
সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য আসোয়াদ আলী, তপন কুমার বর্মন, জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সদস্য আব্দুল্যাহ আদিল নান্নু, যজ্ঞেশ্বর বর্মন, সন্তোষ বর্মন, অশোক আগরওয়ালা, সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, গোবিন্দগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, জেলা কমিটির সংগঠক আমিনুল ইসলাম পিপুল, এমদাদুল হক মিলন, ওয়ারেছ সরকার প্রমুখ।
মিছিল শুরুর পূর্বে নেতৃবৃন্দ বলেন, গণবিরুধী সরকার ঈদের উপহার হিসেবে কৃষককে সারের মূল্য বৃদ্ধি উপহার দিয়েছে। সরকার তার ফ্যাসিবাদী দুঃশাসন টিকিয়ে রাখতে একের পর এক জনগণের উপর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। এসব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, দুঃশাসন হঠাতে লড়াই জোড়দার করতে হবে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর