Hits: 1
বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ বৈশাখ) বিকেল ৫টায় অঞ্চল পার্টি কার্যালয়ে আঞ্চলিক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা কমিটির সদস্য সন্তোষ বর্মন, ময়নুল কবীর মন্ডল, জেলা কমিটির সংগঠক আমিনুল ইসলাম পিপুল, জেলা কমিটির সংগঠক ও দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন প্রমুখ।
আলোচকগণ বলেন, বাঙালির একমাত্র অসাম্প্রদায়িক উৎসব হলো পহেলা বৈশাখ। এটি বাঙালির একেবারেই নিজস্ব উৎসব। তবে সাম্প্রতিককালে এই উৎসবকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এই উৎসবকে বন্ধ করতে কখনও বোমা হামলা, কখনও সরকারি নিষেধাজ্ঞা, কখনও মৌলবাদীগোষ্ঠীর ফতোয়া ইত্যাদি করা হয়েছে। সকল বাঁধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে বাঙালির এই সার্বজনিন উৎসবকে রক্ষা করতে হবে।
উল্লেখ্য সিপিবি দারিয়াপুর অঞ্চল কমিটি প্রতিবছর নববর্ষে পান্তা উৎসবের আয়োজন করে। এবারে রমজানের কারণে এ আলোচনা সভা আয়োজন করছে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর