
বাংলাদেশ কৃষক সমিতি, গাইবান্ধা জেলা কমিটির ৯ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিপিবি জেলা কার্যালয় চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি বিপ্লব চাকী। জেলা সভাপতি সুভাষ শাহ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, জেলা সিপিবির সভাপতি এ্যাড শাহাদাত হোসেন লাকু, জেলা কৃষক নেতা তাজুল ইসলাম, সন্তোষ বর্মন, আব্দুস সামাদ সরকার, আব্দুল জলিল, জাহাঙ্গীর মন্ডল। এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্ষেতমজুর নেতা আমিনুল ইসলাম পিপুল, ছাত্রনেতা ওয়ারেছ সরকার। কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন করোনাকালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক আর সহজ শর্তে ঋণ দেয়া হয়েছে শিল্পপতিদের। অন্যদিকে সামান্য টাকার জন্য কৃষককে কোমরে দড়ি বেঁধে জেলে নেয়া হয়েছে। কৃষকদের সংগঠিত হয়ে এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমাবেশ শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।