Hits: 3
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, পলাশবাড়ী উপজেলা কমিটির উদ্যোগে গত ১৪ জানুয়ারি সমাবেশে হামলার প্রতিবাদে ও গ্যাস-বিদ্যুৎ-নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় পলাশবাড়ী শহিদ মিনার চত্বরে উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নুর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক জননেতা মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য আসোয়াদ আলী, জেলা কমিটির সদস্য তপন কুমার বর্মন, উপজেলা নেতা ইয়াদুল ইসলাম সাজু মাস্টার প্রমুখ।
সমাবেশে কমরেড মিহির ঘোষ গত ১৪ জানুয়ারি পার্টির কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন, হামলা-মামলা করে কমিউনিস্টদের কখনোই দমানো যায় নাই আর যাবেও না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামীলীগ এখন লুটেরাদের দলে পরিণত হয়েছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, জনগণের ভোটাধিকার ছিনতাই করেছে, বাজার সিন্ডিকেটের পাহাড়াদার সরকার গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে মানুষের জীবন দুঃর্বিসহ করে তুলেছে। বক্তারা বলেন, বর্তমান দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে পাশাপাশি আর কোন দুঃশাসন যাতে জনগণের উপর চেপে বসতে না পারে তার জন্য ব্যবস্থা বদলের লড়াই জোড়দার করতে হবে।