Hits: 0
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, গাইবান্ধা সদর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘কাজ মজুরি অধিকার ইনসাফ চাই, ক্ষেতমজুরদের জন্য রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর কর’ শ্লোগান নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৮ জানুয়ারি) সকাল ১১টায় সিপিবি জেলা কার্যালয় চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ার হোসেন রেজা।
সদর উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি মশিউর রহমান মইশালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডল, সিপিবি পলাশবাড়ী উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নু, ক্ষেতম
জুর সমিতির জেলা নেতা আমিনুল ইসলাম পিপুল, শফিকুল ইসলাম, আজম আলী প্রমুখ। সঞ্চালনা করেন সদর উপজেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন।
এ্যাড. আনোয়ার হোসেন রেজা বলেন, স্বাধীনতার ৫২ বছরে যারাই ক্ষমতায় এসেছে ন্যায্য অধিকার থেকে ক্ষেতমজুরদের বঞ্চিত করা হয়েছে। শিক্ষা চিকিৎসাসহ সকল ক্ষেত্রে তার বঞ্চনা শিকার হয়েছে। সরকার সামান্য যেটুকু বরাদ্দ গ্রামীণ মজুরদের জন্য দিয়ে তাও লুটপাট হয়েছে। বক্তারা আরো বলেন, ক্ষেতমজুরদের অধিকার নিশ্চিত করতে হলে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নাই। গদি বদলের সাথে সাথে ব্যবস্থার বদল করতে হবে। একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।
পরে সাংগঠনিক অধিবেশনে এমদাদুল হক মিলনকে সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট গাইবান্ধা সদর উপজেলা কমিটি গঠন করা হয়।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর