Hits: 0
বই, খাতা, কাগজসহ সকল শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় শহরের ডিবি রোডে মানববন্ধন শেষে মিছিল শহর প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সম্বলিত কলা পাতায় লেখা ফেস্টুন বহন করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ওয়ারেছ সরকার, সাধারণ সম্পাদক রুবেল শেখ, জুয়েল মিয়া, তারেক মিয়া, সুজন মিয়া প্রমুখ। বক্তারা বলেন এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের জীবনধারণ দুর্বিসহ হয়েছে তার উপর শিক্ষা উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে অনেক শিক্ষার্থীর শিক্ষাগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। তারা অবিলম্বে সকল শিক্ষা উপকরণের দাম কমানোর দাবি জানান।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর