Hits: 1
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী শহীদ মিনার চত্বর ও গোবিন্দগঞ্জ হাটে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় পলাশবাড়ীতে উপজেলা সভাপতি সৈয়দ মাহমুদুল হকের সভাপতিত্বে এবং বিকেল ৪টায় গোবিন্দগঞ্জে প্রবীণ কমিউনিস্ট কমরেড তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক ছাত্র নেতা, গণজাগরণ মঞ্চের সংগঠক শ্লোগান কন্যা কমরেড লাকী আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, প্রবীণ কমিউনিস্ট বীরমুক্তিযোদ্ধা হাজী একরাম হোসেন বাদল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুপ্রিয়া দেব, পলাশবাড়ী উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আদিল, সাঘাটা উপজেলা সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর বর্মন, গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আল মামুন মোবারক প্রমুখ।
কমরেড লাকী আক্তার বলেন, দেশ আজ চরম সংকটে। সরকার যেনতেনভাবে ক্ষমতায় যেতে চায়। নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। গণতন্ত্রের সংগ্রাম জোড়দার করতে হবে। তিনি আরো বলেন, এই মূহুর্তে কমিউনিস্ট পার্টিকে ঘুরে দাড়াতে হবে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে।
পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষিত কেন্দ্রীয় নেতৃত্বের উপজেলা সফর কর্মসূচির অংশ হিসেবে কমরেড লাকী আক্তার দু’দিনের সফরে গাইবান্ধায় আসেন। এর আগে তিনি সদর উপজেলায় ও সুন্দরগঞ্জে কর্মীসভা ও সমাবেশে বক্তব্য রাখেন। এছাড়ার কমরেড লাকী আক্তার বিভিন্ন উপজেলায় পার্টির প্রবীণ ও অসুস্থ কমরেডদের সাথে দেখা করেন এবং গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে আদিবাসী সাঁওতালদের সাথে সাক্ষাৎ করে তাদের কথা শোনেন।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর