Hits: 1
বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে উদীচী, দারিয়াপুর শাখার আয়োজনে শিশুদের উপস্থাপনা ও পরিবেশনায় অনুষ্ঠান ‘আমরা করবো জয় একদিন’ পরিবেশিত।
সোমবার (১০অক্টোবর) বিকেল ৫টায় ইলামিত্র স্মৃতি পাঠাগার, দারিয়াপুর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদীচী’র শিশু শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে, আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করে। উদীচী, দারিয়াপুর শাখা পরিচালিত তবলা শিক্ষা কেন্দ্র ‘তালতরঙ্গ’ এর শিশু শিক্ষার্থীরা বাদ্যযন্ত্রে সংগত করে। সংগীত পরিবেশন করে রাজশ্রী, মায়িশা, নাবিলা, দীক্ষা, খেলা, তাওসিন, মাহিন। কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করে মায়িশা, নাবিলা, সাবা, মীম, দীপান্বিতা, সারা, তরী, ত্রিপন, রাদ, হাসি, পৌলমী, সাফওয়ান। বাদ্যযন্ত্রে সংগত করে খুশবু, হীরা, প্রসূন, খেলা, ধ্রুব, কৌশিক, কাব্য।
এসময় উদীচী-দারিয়াপুর শাখার সভাপতি রাশেদ মোস্তফা সোহেল বলেন, উদীচী শিশুদের মেধা বিকাশে সবসময় চেষ্টা করে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে আমরা প্রতি বছর শিশুদের উপস্থাপনা ও পরিবেশনায় অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আগামীতে এর পরিসর আরও বাড়ানো হবে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর