Hits: 3
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরের যানজট সমস্যার স্থায়ী সমাধানে সড়ক প্রশস্তকরণ, বাইপাস সড়ক নির্মাণ, জমি অধিগ্রহণ করে হাটের জায়গা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দারিয়াপুর চারমাথায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি, দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সহকারি সাধারণ সম্পাদক জননেতা মিহির ঘোষ, গাইবান্ধা জেলা সভাপতি এ্যাড. শাহাদৎ হোসেন লাকু, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, অঞ্চল কমিটির সহ-সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম প্রমুখ। পরিচালনা করেন অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন।
বক্তারা বলেন, জেলার সর্বোচ্চ রাজস্ব আদায়কারী হাটের জায়গা মাত্র ৩৪ শতাংশ। হাট বসে রাস্তার উপর। ফলে যানজট সমস্যা প্রকট হয়েছে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বারবার দাবি করা সত্তে¡ও কর্তৃপক্ষ কোন উদ্যোগ গ্রহণ করছে না যা অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে দারিয়াপুর বন্দরের অসহনীয় যানজট নিরসনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেই সাথে জমি অধিগ্রহণ করে হাটের জায়গা বৃদ্ধিরও দাবি জানান।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর