Hits: 3
নেত্রকোনার কলমাকান্দায় কমিউনিস্ট পার্টির জনসভায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টি। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের ১নং রেল গেইট থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, সম্পাদকমণ্ডলীর সদস্য আসোয়াদ আলী, ছাদেকুল ইসলাম, সুপ্রিয়া দেব, জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা বলেন, নেত্রকোনার কলমাকান্দায় কমিউনিস্ট পার্টির নির্ধারিত জনসভায় ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহসহ অন্তত ২০জন আহত হয়। তারা ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং সেইসাথে দোষীদের গ্রেফতার দাবি করেন।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর