Hits: 1
সার নিয়ে কৃষক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষক সমিতি। বুধবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক সমিতির জেলা সভাপতি সুভাষ শাহ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন , কৃষক সমিতির গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম মাস্টার, কৃষক সমিতি, গাইবান্ধা সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর মন্ডল, কৃষক নেতা জাহাঙ্গীর মাস্টার, আসাদুল ইসলাম। এ সময় সংহতি জানান জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন প্রমুখ।
বক্তারা, ইউরিয়া, পটাশসহ সার নিয়ে ডিলার-ব্যবসায়ী সিন্ডিকেট করে সারের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন এবং এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর