Hits: 3
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বন্দর এখন আতংকের জনপদ। গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার প্রায় ১০/১২টি ইউনিয়নের মানুষ জেলা শহরে যাতায়াত করে এই পথে। ২০/৩০ মিনিটের রাস্তা। দারিয়াপুর বন্দরের যানজটের কারণে জেলা শহরে পৌছতে লেগে যাচ্ছে ২/৩ঘন্টা। কয়েক মিনিট পরপর এখানে যানবাহনের জ্যাম লেগে যাচ্ছে। আর একারণে উত্তরের মানুষের কাছে দারিয়াপুর এক আতংকের নাম। এমনকি মুমূর্ষ রোগীবাহী এ্যাম্বুলেন্সকে আটকে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। সবচেয়ে দুর্ভোগে পড়ছে পায়ে হাটা মানুষ ও শিক্ষার্থী। রাস্তার দুধারে ফুটপাত বেদখল হওয়ায় মানুষকে চলাচলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। দারিয়াপুর বন্দর দিয়ে চলাচলকারী মানুষ এ দুর্ভোগ থেকে মুক্তি চায়। যানজটমুক্ত দারিয়াপুর দেখতে চায়। কিন্তু এবিষয়ে কর্তপক্ষের কোন ধরণের উদ্যোগ লক্ষ করা যায়নি। এলাকার সচেতন মানুষ অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি করেন কর্তপক্ষের নিকট।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর