Hits: 5
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সুন্দরগঞ্জ উপজেলা কমিটির ডাকে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি কমরেড আবু বক্কর সিদ্দিক।
শনিবার (২ জুলাই) বিকেল ৫টায় সোনালী ব্যাংক ভবনের ৩য় তলায় অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা কমিটির সদস্য বাবু রাম, খয়বর হোসেন, ইদ্রিস আলী, ত্রিপন চন্দ্র দেবনাথ, দেবু বাবু প্রমুখ। পরিচালনা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল।
বক্তারা, সম্প্রতি নড়াইলে কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনা ও সাভারে শিক্ষক হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেন, অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক উস্কানি দেয়া হচ্ছে। দ্রব্যমূল্যের উধ্বগতিতে যখন নাকাল দেশবাসী, রেকর্ড বন্যায় যখন মানুষ বাস্তুহারা তখন জনগণের মনোজগতকে ভিন্নখাতে প্রবাহিত করতে এগুলো পরিকল্পিতভাবে ঘটানে হচ্ছে। তারা নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুরও দাবি জানান।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর