Hits: 62
গাইবান্ধা সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব আয়োজন কমিটির এক সভা শুক্রবার (১ জুলাই) সকাল ১১ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই প্রচার উপকমিটির সদস্য সদ্য প্রয়াত সাংবাদিক সুমন কুমার বর্মণ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। উৎসব আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক কিরণময় বর্মন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৭৫ বছর পূর্তি উৎসব ২০২৩ সফল করতে নিবন্ধন ফর্ম প্রণয়ন, ব্যাংক একাউন্ট খোলা, উৎসব’ কাজের গতি বাড়াতে উপকমিটির দায়িত্ব বন্টণ সহ বিভিন্ন বিষয় বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় বক্তব্য রাখেন উৎসব আয়োজন কমিটির যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক রেজা, যুগ্ম আহবায়ক প্রভাষক মোস্তাফিজুর রহমান মুকুল, সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াসিউল হাবীব সিটু, প্রাক্তণ শিক্ষার্থী, এন এইচ মডার্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম রোকন, মোজাম্মেল হক বিএস, আবুল কালাম আজাদ, শিক্ষক মাজেদুল হাসান প্লাবন, আহাদুজ্জামান রিমু, নিবন্ধন উপকমিটির আহবায়ক গোলাম রব্বানী, সাংস্কৃতিক উপ কমিটি আহবায়ক আনিছুজ্জামান দুলু, মঞ্চ ও সাজসজ্জা উপ কমিটি আহবায়ক আব্দুল ওয়াদুদ, প্রচার উপ কমিটি আহবায়ক আব্দুর রউফ, সদস্য নুর খালেকুজ্জামান, লক্ষণ চন্দ্র রায়, উল্লেখ্য ঈদুল আজহার পরের দিন দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে, সকলের অংশগ্রহণে উজ্জীবিত হবে প্রাণের উৎসব আয়োজন।
উল্লেখ্য উৎসবের নিবন্ধন ফি প্রাক্তণ শিক্ষার্থী প্রতি ৫০০/-টাকা, প্রাক্তণ ও বর্তমান শিক্ষকবৃন্দ প্রতিজন ৫০০/-টাকা ও বর্তমান শিক্ষার্থী প্রতি ২০০/-টাকা নির্ধারণ করা হয়েছে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর