Hits: 21
প্রগতি লেখক সংঘ, গাইবান্ধার ১ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০জুন) বিকেল ৪টায় উদীচী জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাইবান্ধার কৃতি সন্তান কবি গোলাম কিবরিয়া পিনু।
গাইবান্ধা জেলা আহবায়ক কবি দেবাশীষ দাস দেবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সর্বজন শ্রদ্ধেয় কবি সরোজ দেব, পরিবেশ আন্দোলনের আহবায়ক ওয়াজিউর রহমান রাফেল, উদীচী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, গাইবান্ধার সাধারণ সম্পাদক আব্দুর রউফ মিয়া প্রমুখ। কবিতা আবৃত্তি করেন শিরিন আকতার ও গণসংগীত পরিবেশন করেন রণজিৎ সরকার।পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রগতি লেখক সংঘের সদস্য সম্পা দেব।
প্রধান অতিথির বক্তব্যে কবি গোলাম কিবরিয়া পিনু বলেন, আমাদের আজকের বাংলাদেশ একটি খারাপ সময় অতিবাহিত করছে। জাতির বিবেক শিক্ষক সমাজ আজ নানাভাবে লাঞ্ছিত হচ্ছে। ক্ষমতা ধরে রাখতে সাম্প্রদায়িক অপশক্তির সাথে আপোষ করা হচ্ছে, তাদের লালন পালন করা হচ্ছে। এ অবস্থার পরিবর্তনের জন্য শিল্প সাহিত্যের চর্চা সর্বত্র ছড়িয়ে দিতে হবে সাথে সাথে রাজনৈতিক দর্শন, ব্যবস্থা বদলানোও জরুরি। গাইবান্ধার স্থানীয় শিল্প সাহিত্য চর্চার যে ঐতিহ্য অতিতে ছিল তা আবার ফিরিয়ে আনতে হবে। এখানে প্রগতি লেখক সংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
পরে সর্বসম্মতিক্রমে কবি দেবাশীষ দাস দেবুকে সভাপতি, রজত কান্তি বর্মনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি জিয়াউল হক কামাল, রণজিৎ সরকার ও গৌতমাশীষ গুহ সরকার, সহ-সাধারণ সম্পাদক কায়সার রহমান রোমেল ও রিক্তু প্রসাদ, কোষাধ্যক্ষ প্রতিভা সরকার ববি, সম্পাদকমন্ডলী মো. আব্দুর রউফ মিয়া, পিটু রশিদ, শিরিন আকতার ও সম্পা দেব এবং সদস্য জহুরুল কাইয়ুম, রেজাউল আমিন আনিছ, মোস্তাফিজুর রহমান মুকুল, মুরাদ জামান রব্বানী, উত্তম কুমার দেবগুপ্ত, গোলাম রব্বানী মুসা, সুপ্রিয়া দেব, আলহামরা লায়লা শাপলা, লিটন চন্দ্র সরকার, সোহেল রানা ও মো. ওয়ারেছ সরকার। এর আগে সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর