Hits: 105
“বন্ধুত্বের বন্ধনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ” এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধা সদর উপজেলার এসএসসি ব্যাচ আমরা’৯৩ এর ১ম পুনর্মিলনী অনুষ্ঠান বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল, আতসবাজি, শোভাযাত্রা, খেলা-ধূলা, স্মৃতি চারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।
বুধবার সকালে আতসবাতি ফুটিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর একটি রর্ণাঢ্য শোভাযাত্রা দারিয়াপুর বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
সেখানে এক আলোচনা সভায় কাজী মো: আব্দুল কাফি রনির সভাপতিত্বে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন, মাহফুজুর রহমান তুহিন, দীলিপ চন্দ্র মোদক, ইন্সট্রাক্টর আব্দুল মান্নান, শিক্ষক সাদেকুল ইসলাম, সাংবাদিক নূর মো: খালেকুজ্জামান, বিশিষ্ট্য ব্যবসায়ী মো: আশরাফুজ্জামান অলক
প্রমুখ। অনুষ্ঠানটিতে মিডিয়া পার্টানার হিসাবে ছিল ইউটিউব চ্যানেল মৌন মেলা।
অনুষ্ঠানটি সফল করতে সকাল থেকেই বন্ধুরা নির্দিষ্ট টি শার্ট পরে অনুষ্ঠান স্থলে আসতে শুরু করেন। কিচ্ছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান স্থল বন্ধুদের মিলন মেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠেন। অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হওয়ায় অনেকে আনন্দে উদ্বেলিত হয়ে পরেন। অনুষ্ঠানটিতে দেশ-বিদেশসহ বিভিন্ন জেলায় কর্মরত বন্ধুরা অংশ নেয়।
অনুষ্ঠানের সভাপতি কাজী মো: আব্দুল কাফি রনি তার বক্তব্যে বলেন, বন্ধুদের সাথে অংশ গ্রহন করার জন্য ঢাকার উত্তরা থেকে ১৭ ঘন্টা বাসে জার্নি করে এসেছি। সেই ক্লান্তি আজ আমার দুর হয়েগেছে বন্ধুদের মিলন মেলা দেখে। তাই তিনি সকল বন্ধুদের দীর্ঘায়ু কামনা করেন।