Hits: 379
গাইবান্ধা সদর উপজেলার গাইবান্ধা-ধর্মপুর উপ-মহাসড়কে সিএনজির ধাক্কায় লাবণ্য মিয়া (১৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এঘটনায় আরেক জন আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। নিহত লাবণ্য খোলাহাটী ইউনিয়নের মাঠবাজার এলাকার ছয়ঘড়িয়া গ্রামের আহসান আলীর ছেলে।
মঙ্গলবার সন্ধ্যে ৭টার দিকে কাবিলের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাবণ্য মোটর সাইকেলে চরে নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখো-মুখী সংঘর্ষ হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘাতক সিএনজিটিকে আটক করেছে স্থানীয়রা।
খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম হক্কানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।