Hits: 13
গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দরিদ্র ৪১৭টি পরিবারের মধ্যে বৃহস্পতিবার স্থানীয় ইসলামিয়া হাইস্কুল মাঠে খাদ্য সহায়তা হিসেবে ঈদ সামগ্রীর একটি প্যাকেট বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী প্যাকেটের মধ্যে ছিল চাল ৫ কেজি, মসুর ডাল ২ কেজি, সয়াবিন ১ লিটার, চিনি ১ কেজি, লবন ১ কেজি, আটা ১ কেজি, সেমাই ৫০০ গ্রাম।
স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বন এবং অর্গানাইজেশন অফ ডেভেলপমেন্ট সার্ভিস ফর ডিস্ট্রেসড (ওডিএসডি) এর আয়োজনে চেরটি ডাউন আন্ডার (সিডিইউ)-অস্টেলিয়া এবং এ আর মালিক সীডস্্ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা উদীচীর সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, পরিবেশ আন্দোলন-
গাইবান্ধা এর সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, ওডিএসডি নির্বাহী প্রধান সাদেকুল ইসলাম, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, এ.আর মালিক সীডস্ এর মিডিয়া এন্ড কমিউনিকেশন ম্যানেজার আবিদুর রহমান, এ.আর. মালিক সীডস্ এর ডিভিশনাল ম্যানেজার কাইয়ুম প্রধান, সনাক সহ-সভাপতি অশোক সাহা, মানবাধিকার কর্মী ওমর হাবীব বাদশা, আহাদুজ্জামান রিমু, শহিদুল ইসলাম, এ আর মালিক সীডস্ এর কর্মকর্তা রবিউল ইসলাম রানু, ওডিএসডি মাঠ কর্মকর্তা সালেহ মোহাম্মদ হাদী, জয়নাল আবেদীন, অবলম্বনের কোষাধ্যক্ষ মাসুদ হাসান, অবলম্বনে প্রকল্প সমন্বয়কারী একেএম মাহাবুবুল আলম, অবলম্বনের প্রজেক্ট অফিসার মাজেদুল ইসলাম, মাঠ কর্মী কৃষ্ণা রবিদাস, সখি পাহাড়ী প্রমুখ।