Hits: 31
ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল, অস্থায়ী বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোক চিত্র প্রদর্শন, স্বেচ্ছায় রক্ত দান ও আলোচনা।
আজ সকাল ১০টায় পৌরপার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এসকল কর্মসূচী পালন করে গাইবান্ধা জেলা সংসদ।
এসময় জেলা ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তাহমীদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংগঠনটির সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, সহ সাধারণ সম্পাদক জাকির হাসান জিসান, সাংগঠনিক সম্পাদক আবীর হাসান জীবন, ছাত্র ইউনিয়ন নেতা মাহফুজ মন্ডল, ইমন মিয়া, ফরিদুল ইসলাম প্রমুখ।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর