Hits: 20
ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী গাইবান্ধায় পালিত হয়েছে। সংগঠনের জেলা সংসদের উদ্যোগে এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় ১নং রেল গেইটে সিপিবি জেলা কার্যালয় চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা গাইবান্ধার বিশিষ্ট কবি সরোজ দেব।
এরপর একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সংসদের নেতা রুবেল শেখ, আবু সাঈদ প্রমুখ।
এসময় সংহতি জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম পিপুল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কলি রানী বর্মন, কামরুল হাসান প্রমুখ।
বক্তরা বলেন, ৫২’র ভাষা আন্দোলনের অগ্নিগর্ভে জন্ম নেয়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একটি অসাম্প্রদায়িক সংগঠন। এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমান দেশের গণতন্ত্র যখন মহাসংকটে তখন আবারও ছাত্র ইউনিয়নকে ঘুরে দাঁড়াতে হবে। পরে উদীচী, দারিয়াপুর শাখার শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়।