Hits: 12
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার পেলেন গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়ন পরিষদের অসহায় ও দুস্থ কয়েকশ পরিবার।
রবিবার (২৪ এপ্রিল) সকালে খোলাহাটী ইউনিয়ন পরিষদ চত্তরে অসহায় ও দুন্থ পরিবার গুলোর হাতে উপহার তুলে দেন জাতীয় সংসদের হুইপ ও সদর ২ আসনের এমপি মাহাবুব আরা গিনি।
এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান মো.মাসুম হক্কানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি সদর আসনের এমপি মাহাবুব আরা গিনি, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু প্রমুখ।
এসময় উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা আনিছুর রহমান, ইউপি সচিব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ঝিলাম, প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোস্তাফিজ্জামান মিন্টু, ইউপি সদস্যসহ অন্যরা।
উলেখ্য, খোলাহাটী ইউনিয়ন পরিষদে ৬৭ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব ভিজিএফ চাল তিনদিনে ইউনিয়নের ৬ হাজার ৭শ পরিবার প্রত্যকে ১০ কেজি করে চাল পাবেন। তাদের মধ্যে আজ তিনটি বুথে ২৪ শ পরিবার এ সুবিধা পাবে।