Hits: 12
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা, আবৃত্তি, নাচ-গান ও খেলা-ধূলাসহ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাংস্কৃতিক জোট, দারিয়াপুরের আয়োজনে বৃহস্পতিবার সকালে দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বন্দরের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে শহিদ মিনারে এসে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এরপর এসো হে বৈশাখ এসো এসো এই গানটির মধ্যদিয়ে বৈশাখকে বরণ করা হয়। অনুষ্ঠানে সাংগীত ও নৃত্য পরিবেশন করে রফিকাগীতি সংস্থা, উদীচী দারিয়াপুর, দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ স্থানীয় শিল্পী বৃন্দ।
আলোচনা সভায় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুর রাজ্জাক রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক মোস্তাফিজুর রহমান মুকুল, প্রধান শিক্ষক মো: ওয়াসিউল হাবীব সিটু প্রমুখ।