Hits: 45
গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি গ্রামে সেবা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী নামের একটি বিস্কুট কারখানায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
আজ শুক্রবার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আরিফ হোসেন ফ্যাক্টরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফ্যাক্টরীর মালিককে ১ লক্ষ ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ সময় কারখানাটি সিলগালা করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার কামদিয়া ইউনিয়নের বেসাইন গ্রামে সেবা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৮, ৩৯, ৫১ ও ৫২ ধারা লংঘনের দায়ে কারখানার মালিক শ্রী সঞ্জয় চন্দ্র মোদককে (৩৫) কে ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা অর্থদন্ডে দণ্ডিত অনাদায়ে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। অর্থদন্ড প্রদানে ব্যর্থ হওয়ায় অভিযুক্ত শ্রী সঞ্জয় চন্দ্র মোদককে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ভোক্তা অধিকারবিরোধী কার্যের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ২৭ (১) ধারা অনুযায়ী ফ্যাক্টরীটি সীলগালা পূর্বক সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ প্রদান করা হয়েছে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর