Hits: 15
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে ঢাকা, গাইবান্ধাসহ সারাদেশে পুলিশ ও সরকারদলীয় লোকদের বাধা, হামলা, গ্রেফতারের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করে।
জেলা শহরের ১নং রেল গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় ১নং রেল গেটে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, সম্পাদকমন্ডলীর সদস্য আসোয়াদ আলী, বাসদ মার্কসবাদী জেলা নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী, ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী জেলা নেতা মৃণাল কান্তি বর্মন প্রমুখ।
বক্তারা বলেন, হরতালের আগের দিন সন্ধ্যায় গাইবান্ধায় মিছিলে পুলিশ অযাচিতভাবে বাধা প্রদান, লাঠিচার্জ ও গ্রেফতার করে। সেইসাথে সারাদেশে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা, হামলা, গ্রেফতার করেছে। তারা এর তীব্র নিন্দা জানান।