সোমবার, ২৯ মে ২০২৩, ০৩:২১ অপরাহ্ন
ঘোষণা :
গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ।।ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে হবে সাথে ব্যবস্থার বদল করতে হবে দুঃশাসন হটাতে চাই, সাথে ব্যবস্থার বদল করতে চাই -পথসভায় কমরেড রুহিন হোসেন প্রিন্স লোডশেডিংয়ের প্রতিবাদে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ দারিয়াপুরে ১৪৩০ বঙ্গাব্দকে বরণে নানা আয়োজন গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বর্ধিতসভা অনুষ্ঠিত সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ বাংলা নববর্ষ উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র আলোচনা সভা ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে গাইবান্ধায় নারী সমাবেশ অনুষ্ঠিত গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লাল পতাকা মিছিল ও সমাবেশ
শিরোনাম :
গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ।।ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে হবে সাথে ব্যবস্থার বদল করতে হবে দুঃশাসন হটাতে চাই, সাথে ব্যবস্থার বদল করতে চাই -পথসভায় কমরেড রুহিন হোসেন প্রিন্স লোডশেডিংয়ের প্রতিবাদে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ দারিয়াপুরে ১৪৩০ বঙ্গাব্দকে বরণে নানা আয়োজন গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বর্ধিতসভা অনুষ্ঠিত সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ বাংলা নববর্ষ উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র আলোচনা সভা ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে গাইবান্ধায় নারী সমাবেশ অনুষ্ঠিত গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লাল পতাকা মিছিল ও সমাবেশ

গাইবান্ধায় কর্মসৃজন প্রকল্পে সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী-ছেলের নাম

রফিকুল ইসলাম রফিক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১৫৮

Hits: 26

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর তালিকায় ওই ইউনিয়নের ৮, ৯ ও ৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রাশেদা বেগমের স্বামী ও ছেলের নাম পাওয়া গেছে। নীতিমালায় অতিদরিদ্র কর্মহীন, শ্রমজীবিদের জন্য এ কাজের কথা বলা থাকলেও ভাইস চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে বসিয়েছেন স্বামী-ছেলের নাম। তথ্য সংগ্রহের পর সাংবাদিককে এ সংক্রান্ত কোনও নিউজ না করতে দেওয়া হয়েছে হুমকিও।

তথ্য অধিকার আইনে পাওয়া তথ্য অনুযায়ী, সদর উপজেলার ৮নং বোয়ালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯টি প্রকল্পে অতিদরিদ্রের জন্য এই কর্মসূচির সুবিধাভাগী শ্রমিকের সংখ্যা ৩১১ জন। তালিকাভুক্ত এসব শ্রমিকের অনুকুলে বরাদ্দের পরিমাণ ৪৯ লাখ ৯৪ হাজার টাকা। প্রথম দফায় ৪০ দিন কাজের বিনিময়ে এসব শ্রমিক প্রত্যেক জনে পাবে ১৬ হাজার করে টাকা। প্রকল্পে প্রথম দফা মাটির কাজ চলতি বছরের ৯ জানুয়ারি শুরু হয়ে শেষ হয় ৬মার্চ। এসময় প্রতি সপ্তাহের পাঁচদিন করে চলে এই প্রকল্পের মাটির কাজ।

প্রাপ্ত তথ্য অনুসন্ধানে জানা যায়, ইউনিয়নের এই প্রকল্পের ৩১১ জন শ্রমিকের মধ্যে ৮নং ওয়ার্ডের শ্রমিকের সংখ্যা ৩৯ জন। যার মধ্যে রয়েছে ৮, ৯ ও ৫নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা: রাশেদা বেগমের স্বামী মো: আশরাফ মিয়া ও ছেলে মো: আশাদুল ইসলামের নাম। তারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য। উপকারভোগী নির্বাচনের নীতিমালায় বেকার অদক্ষ শ্রমিক, ভুমিহীন ও স্বল্প আয়ের লোক এই প্রকল্পের সুবিধাভোগী হওয়ার কথা থাকলেও, কোনটির মধ্যেই পড়েনা আশরাফ ও আশাদুল। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে তারা যৌথ পরিবারের সদস্য, আছে প্রাণি সম্পদও। রাশেদা বেগম ভাইস চেয়ারম্যান হওয়ায় নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভূমিহীন দরিদ্রের স্থলে অনিয়মের মধ্য দিয়ে বসিয়েছেন তার স্বামী ও ছেলের নাম।

এছাড়া অনুসন্ধানে নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্পের একাধিক শ্রমিক জানায়, প্রকল্পের কাজ শুরুর অন্তত বিশ দিনেও কাজে যোগ দেয়নি ভাইস চেয়ারম্যানের স্বামী আশরাফ মিয়া। তার ছেলে আশাদুল কাজের সর্দার হওয়ায় কাজ না করেও তাকে উপস্থিত দেখানো হয়েছে। পরে, শেষের দিকে কাজে গেলেও তিনি কোনও কাজ করেননি, এসে বসেছিলেন।

জানতে চাইলে, ভাইস চেয়ারম্যান মোছা: রাশেদা বেগম প্রকল্পে স্বামী ও ছেলের নাম দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, গরীবের তালিকায় আমার স্বামী ও ছেলের নাম দেওয়াটা ঠিক হয় নাই। আমি নতুন মানুষ বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে। তবে, প্রকল্পে স্বামী ও ছেলের নাম দেওয়ার বিষয়টি চেয়ারম্যান ও পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) জানে বলেও জানান রাশেদা বেগম। তবে বিষয়টি অস্বীকার করেছেন চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: আনিসুর রহমান।

এদিকে, তথ্য অধিকার আইনে পাওয়া তথ্য অনুযায়ী মাঠ পর্যায়ে অনুসন্ধানে গেলে বিষয়টি নিয়ে সাংবাদিককে নিউজ না করার অনুরোধ জানানো হয়। পরে গত মঙ্গলবার বিকেলে অন্য উপজেলার ইউপি ভাইস চেয়ারম্যান ও রাশেদা বেগমের বড় বোন পরিচয় দিয়ে, সংবাদ প্রকাশ হলে এই সাংবাদিককে ছাড় না দেওয়া ও দেখে নিবে বলে মুঠোফোনে হুমকিও দেওয়া হয়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রাফিউল আলম বলেন, ‘সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টি দুঃখজনক। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন