Hits: 40
গাইবান্ধার সুন্দরগঞ্জে আলীবাবা থিম পার্কের অফিসে হামলার অভিযোগ উঠেছে। এসময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করা হয়।
গাইবান্ধায় আলীবাবা থিম পার্কে হামলা
আতাউল হক সাগর
শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, স্থানীয় পাওটানা এলাকার কিছু বখাটে ছেলে গত ১৫ মার্চ বিনা টিকিটে পার্কে প্রবেশ করতে চাইলে গেটম্যান টিকিট ছাড়া প্রবেশ করতে দেয়নি। পরে তারা গ্রুপ নিয়ে ম্যানেজারের কাছে গিয়ে হুমকি দিয়ে বলেন, ‘আমরা স্থানীয়, আমাদের বিনা টিকেটে সব সময় প্রবেশ করতে দিতে হবে এবং প্রতি মাসে এক লক্ষ করে টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে এই পার্কের গেটে তালা লাগিয়ে দিব।’
দায়িত্বরত ম্যানেজার তৌহিদ বলেন, তারা ম্যানেজারের রুমে গিয়ে হুমকি দিলে ম্যানেজার তাদের বিনা টিকেটে প্রবেশের অনুমতি দেন। তবে তারা তা মানতে নারাজ হন এবং ম্যানেজার থেকে প্রতি মাসে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। ম্যানেজার চাঁদা দিতে রাজি হয়নি বলে সাফ কথা জানিয়ে দেন তাদের।
এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কিছু বুঝে ওঠার আগেই পাওটানা এলাকার কিছু বখাটে পার্কের অফিসরুমে ৫০ থেকে ৬০ জনের একটি গ্রুপ হামলা চালায়। এতে অফিস রুমসহ কয়েকটি রুম ভাঙচুর করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবিও ভাঙচুর করে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল আজিজ বলেন, ঘটনা শোনার পরেই সেখানে পুলিশ অবস্থান করছে। আমরা পুরো বিষয় তদন্ত করে দেখব। অভিযোগ করলেই আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।