Hits: 11
যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ পালিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্কী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ আগে প্রতিষ্ঠানটিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াশিউল হাবীব সিঠু এবং অভিভাবক সদস্য রুহুল আমিন রিপন।
অত্র প্রতিষ্ঠানের আয়োজনে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন- বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও দারিয়াপুর পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম মো: মোতাছিন বিল্লাহ, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ।
পরে জাতির পিতার চেতনা জাগ্রত করতে ম্যুরাল চত্বরে শিশুদের মাঝে জাতির পিতার ৭ মার্চের ভাষণ, চিত্রাঙ্কন ও কবিতা আবৃতি, রচনা ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।