Hits: 4
১৯৯৫ সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে সার কিনতে গিয়ে নির্মম ভাবে গাইবান্ধায় দুই কৃষকসহ সারাদেশে ১৮ জন কৃষক হত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল নিহত মোমিনের কবরে পুষ্প্যমাল্য অর্পন, দোয়া মহাফিল ও আলোচনা সভা। এ উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি’র সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির পক্ষ থেকে নিহত মোমিনের কবরে পুষ্প্যমাল্য অর্পন করা হয়।
এদিকে বাংলাদেশ কৃষক লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার রঘনাথপুর গ্রামে মজিবর মিয়ার উঠানে এক আলোনা সভা অনুষ্ঠিত হয়। কৃষক লীগ গাইবান্ধা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাজী মো: শফিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কৃষক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মো: জাহাঙ্গীর আলম, কৃষিবীদ লুৎফুল বারি আল উসমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, সদর উপজেলা সভাপতি আল ইমরান বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফ কবির প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি জামাত জোট সরকারে আমলে কৃষকরা উৎপাদিত পন্যে কোন ন্যায্য মূল্য পায়নি। বরং কৃষকরা সার নিতে গিয়ে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। বক্তারা বলেন, বিএনপি জামাত জোট সরকারের আমলে দেশে খাদ্য ঘাটতি ছিলো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন খাদ্য স্বয়ং সম্পন্ন হয়েছে।