Hits: 18
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও গরীব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে দারিয়াপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।
বৃহস্পতিবার (১৩মার্চ) সন্ধ্যায় কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষিত সপ্তাহব্যাপী চলা কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের চারমাথায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান মুকুল, সম্পাদকমন্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা সিপিবি’র সদস্য ক্ষেতমজুর নেতা মশিউর রহমান মইশাল, অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন প্রমুখ। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা।
সরকারের সীমাহীন ব্যর্থতা ও লুটপাটের বিরুদ্ধে কেউ যাতে কথা বলতে না পারে তার জন্য বিরুধীদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে ভয়ভীতি দেখিয়ে জনগণের মুখ বন্ধ রাখতে চায়। সেকারণে মিহির ঘোষসহ কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা অবিলম্বে মিথ্যা প্রত্যাহার এবং কমিউনিস্ট পার্টির উত্তর গিদারী শাখার সদস্য আবুল বাশার রিপুলসহ গ্রেফতারকৃত সকলের অবিলম্বে মুক্তি দাবি করেন।
এছাড়া একই দিনে বিকেল ৫টায় সাঘাটা উপজেলার উল্লা সোনাতলা বাজারেও অনুরূপ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর বর্মন, উপজেলা কমিটির সদস্য নিবারণ চন্দ্র দেব নিপু, মোস্তাফিজুর রহমান জুয়েল প্রমুখ।