Hits: 3
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে গাইবান্ধা জেলা যুবদল দলীয় কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়।
এসময় পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিলটি সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে।
এতে বিএনপির নেতা কর্মীসহ কমপক্ষে ১০ জন আহত হয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারন সম্পাদক এসএম মিজানুর রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকের কর্মসুচি ছিল সাধারণ জনগনের। পুলিশ বিনা উস্কানিতে বিএনপির নেতাকর্মীর উপর লাঠিচার্জ করেছে। সাধরণ জনগণের ভ্যাটের টাকায় যাদের বেতন ভাতা হয়, তারা জনগণের যৌক্তিক আন্দোলনে হামলা করছে। আপনারা জানেন, এই সরকার দ্রব্য মূল্যের নিয়ন্ত্রের বাহিরে নিয়ে গিয়ে এখন নানা ধরণের ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে। সাধারণ জনগণের যৌক্তিক আন্দোলন কোন স্বৈরাচারি শাসক দমিয়ে রাখতে পারেনি।