Hits: 3
গাইবান্ধা সদর উপজেলার ৯টি মসজিদ ও ১টি মন্দিরে ডিজিটাল ঘড়ি বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সভাপতি অ্যাড. ইস্তেকুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা ডেপুটি ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, বীর মুক্তিযোদ্ধা ওয়াশিকার মো. ইকবাল মাজু, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিঞা, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সদস্য মোশারফ হোসেন, এজেডএম আল মুনসুর পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন মসজিদ ও মন্দির কমিটির সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন।