Hits: 3
বকেয়া টাইমস্কেলের দাবিতে স্মারকলিপি প্রদান কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসাবে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ২০১৫ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্য টাইমস্কেল মঞ্জুরীর দাবিতে বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার টাইমস্কেল বঞ্চিত প্রধান শিক্ষকদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় গাইবান্ধা জেলার সাত উপজেলার বঞ্চিত প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানের পূর্বে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতি গাইবান্ধা জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এ এম জিয়াউর রহমান, সিনিয়র সহ সভাপতি মোঃ রুহুল আমিন জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ রুকুনুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম জুয়েল, সাঘাটা উপজেলার সভাপতি মোঃ রুহুল আমিন রাহুল, সুন্দরগঞ্জ উপজেলা সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান, পলাশবাড়ী উপজেলার মোঃ শহিদুজ্জামান, ফজলুর রহমান, মোঃ রেজাউল করিম, শাহজাহান আলী, মাহমুদা বেগম প্রমূখ।
পরে জেলা প্রশাসক জনাব মোঃ ওলিউর রহমানের কাছে দাবি সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।