Hits: 10
বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় সদস্য, সদর উপজেলার সভাপতি ও বাসদ (মার্কসবাদী) নেতা কমরেড গোলাম সাদেক লেবুসহ ডিজিটাল নিরাপত্তা আইনে আটককৃত সকল নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি, ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শুরুর আগে সংগঠনের জেলা কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে গাইবান্ধা জেলার ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মাহাবুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী)গাইবান্ধা জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ,কাজী আবু রাহেন শফিউল্লা খোকন,ডাঃ আব্দুল জব্বার প্রমুখ।
বক্তাগণ কৃষক নেতা কমরেড গোলাম সাদেক লেবুসহ আটককৃত নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
গাইবান্ধার গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে কাউন্সিল বাজারের ঘটনায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থী তিনটি কেন্দ্রে জোরপূর্বক ভোট নিয়ে কাউন্সিল বাজার কেন্দ্রে গেলে জনগনের প্রতিরোধে র মুখে পড়ে।
নিজের অপকর্ম ঢাকতে ষড়যন্ত্রমুলকভাবে ও হয়রানির উদ্দেশ্য বাসদ (মার্কসবাদী) জেলা এবং কৃষক নেতা ও চেয়ারম্যান প্রার্থী গোলাম সাদেক লেবুসহ নেতাকর্মীদের নামে রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করে। হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়া হয়।পরে সাইবার ট্রাইবুনালে হাজিরা দিতে গেলে, ডিজিটাল নিরাপত্তা আইনে আটক হন বাসদ (মার্কসবাদী) এবং কৃষক নেতা গোলাম ছাদেক লেবু সহ নেতা কর্মীরা ।
অবিলম্বে এই ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহার করাসহ নিঃশর্তে মুক্তির দাবী জানান।সেই সাথে বক্তাগণ চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো এবং গাইবান্ধা জেলা শহরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বাণিজ্য বন্ধের দাবি জানান।