Hits: 11
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও গরীব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।
বৃহস্পতিবার (১০মার্চ) সকাল ১১টায় ১নং রেল গেইট থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিবি রোডের আশাদুজ্জামান মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মানুষের পকেট কেটে নিচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বক্তব্যে ব্যবসায়ীরা আরো উৎসাহিত হয়েছে। তারা প্রত্যেক এলাকায় সরকারি ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যের দোকান চালু করারও দাবি করেন।
সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান মুকুল, সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, আসোয়াদ আলী প্রমুখ।
বক্তারা আরো বলেন, সরকারের সীমাহীন ব্যর্থতা ও লুটপাটের বিরুদ্ধে কেউ যাতে কথা বলতে না পারে তার জন্য বিরোধীদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে ভয়ভীতি দেখিয়ে জনগণের মুখ বন্ধ রাখতে চায়।
সেকারণে মিহির ঘোষসহ কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
তারা অবিলম্বে মিথ্যা প্রত্যাহার এবং কমিউনিস্ট পার্টির উত্তর গিদারী শাখার সদস্য আবুল বাশার রিপুলসহ গ্রেফতারকৃত সকলের অবিলম্বে মুক্তি দাবি করেন।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর