Hits: 8
গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গায় বাণিজ্য মেলায় লটারির নামে প্রকাশ্য জুয়ার ঢাকঢোল পিটিয়ে এ ধরনের আয়োজনে জনমনে নানাবিধ অপরাধ সৃষ্টির আশংকা এবং সেই সাথে আর্থিকভাবে সর্বশান্ত হচ্ছে বলে ধারণা করছে।
যখন দ্রবমূল্যের উর্দ্ধগতি রোধ, ঘুষ-দূর্নীতি বন্ধ, বাজার ব্যবস্থা তদারকি সহ নানাবিধ দাবীতে বাসদ (মার্কসবাদী) সহ অন্যান্য বাম সংগঠন আন্দোলন গড়ে তুলছে সেই আন্দোলনকে প্রশমিত করার জন্য জনঅসন্তোষকে ভিন্ন খাতে নিতে এসব আয়োজন ।
একদিকে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনজীবনের ত্রাহি ত্রাহি অবস্থা আরেক দিকে প্রকাশ্যে বাণিজ্য মেলার নামে জুয়া বাণিজ্য চলছে যা সামাজিক শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ রক্ষার পরিপন্থী ।
বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, জেলা সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং লটারির নামে প্রকাশ্যে জুয়া বন্ধের দাবী জানান।
সেই সাথে সামাজিক অবক্ষয় রোধে জনগনকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।