আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি, নারী শাখা।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেল ৩টায় গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী শাখার সদস্য সুপ্রিয়া দেবের সভাপতিত্বে নারী শাখার সহ-সম্পাদক মেহেরুন মুন্নীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টর, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, নারীনেত্রী বনা রানী, শারমিন আক্তার প্রমুখ।
বক্তরা বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে হলে ব্যবস্থা বদল করতে হবে। একমাত্র সমাজতন্ত্রই পারে নারীকে তার যথাযথ মর্যাদা দিতে।