Hits: 1
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের দেয়াল পত্রিকা ‘প্রজাপতি’র পঞ্চম সংখ্যা প্রকাশ করা হয়েছে।
এ উপলক্ষে আজ (সোমবার) সারাবেলা কার্যালয়ে প্রজাপতির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন শিশুসাহিত্যিক ও গীতিকার অমিতাভ দাশ হিমুন, শিশুসাহিত্যিক ও ছড়াকার আমির খসরু সেলিম ও লেখক ফিরোজ হাসান। সভাপতিত্ব করেন রেডিও সারাবেলার সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক। চাইল্ড ক্লাবের সংবাদ বিষয়ক সম্পাদক নুসরাত লামিয়ার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন চাইল্ড ক্লাবের আহ্বায়ক আহমেদ ফররুখ।
প্রজাপতির এ সংখ্যায় স্থান পেয়েছে গাইবান্ধা জেলার শিশুদেও লেখা ছড়া, কবিতা, কৌতুক, ধাঁধাঁসহ নিজ হাতে আঁকা ছবি। এটি সম্পাদনা করেছেন আহমেদ ফররুখ। হস্তলিপি ও অলংকরণ করেছেন ইফতি হাসান অদিতা, অদ্রিজা জুহাইনা অদ্রি, নুসরাত লামিয়া, ইপ্তি, পুজা, মৃদুল, আফিসা ও ফররুখ।
শিশু-কিশোর বিষয়ক রেডিও নিউজ বুলেটিন ‘ছোটদের সংবাদ’, লাইভ ম্যাগাজিন অনুষ্ঠান শিশুআড্ডা’, বিতর্ক অনুষ্ঠান ‘বাকযুদ্ধ’ নির্মাণ ও সম্প্রচারে কাজ করছে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের আওতাধীন গাইবান্ধার দুই শতাধিক শিশু। এসব কাজের স্বীকৃতি হিসেবে চাইল্ড ক্লাব লাভ করেছে ইউনিসেফের ৪টি মীনা মিডিয়া অ্যাওয়ার্ড। চাইল্ড ক্লাবের মাধ্যমে রেডিও ব্রডকাস্টিংয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি নেতৃত্ব তৈরি ও বিকাশ তথা সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ পাচ্ছে শিশু-কিশোররা।