Hits: 7
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লাল পতাকা মিছিল-সমাবেশ করেছে গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টি।
রবিবার (৬ মার্চ) সকাল ১১টায় এ উপলক্ষে পার্টির জেলা কার্যালয় থেকে লাল পতাকার একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই এসে শেষ হয়। পরে সিপিবি’র জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সম্পাদকমন্ডলীর সদস্য আসোয়াদ আলী প্রমুখ। সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য কমরেড প্রদীপ বর্মণ।
বক্তাগণ বলেন, ১৯৪৮ সালের ৬মার্চ কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পর থেকে বাঙালি জাতির অধিকারের প্রয়োজনে এমন কোন লড়াই নাই যাতে ভূমিকা রাখে নাই। মহান মুক্তিযুদ্ধে আলাদা গেরিলা বাহিনী করে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। স্বাধীনতাত্তোর গণতন্ত্রের লড়াইয়েও রয়েছে সিপিবি’র রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
তারা বলেন, মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা, জেল, জুলুম দিয়ে সেই পার্টিকে দমানো যাবে না। পার্টির জেলা সভাপতি কমরেড মিহির ঘোষ সদ্য সমাপ্ত কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয় এবং তারসহ নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয় সমাবেশ থেকে।
বক্তাগণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানান।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর