Hits: 25
গাইবান্ধা সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারিয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র গ্রহন ও জমাদানের শেষ তারিখ ৮ মার্চ। মনোনয়নপত্র যাছাই-বাছাই ৯ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ এবং ওইদিনেই প্রতীক বরাদ্দ করা হবে । ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। এবারের ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩’শ ২ জন।