গাইবান্ধা সদর উপজেলায় গাছের বড়ই খাওয়াকে কেন্দ্র করে মিনারা বেগম (২৪) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে এক প্রতিবেশী।
মঙ্গলবার ওই উপজেলার কিশামত মালিবাড়ী ফারাজি পাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
এলাবাসি জানায়, মিনারা বেগমের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বৈশাখী খাতুন প্রতিবেশী ওবাইদুলের গাছে গিয়ে বড়ুই পেড়ে আনে। এতে ওবাইদুলসহ তার ভাই স্ত্রী ক্ষিপ্ত হয়ে বৈশাখীকে মারার জন্য তার বাড়িতে যায়। বাড়িতে বৈশাখীকে না পেয়ে তার মা মিনারা বেগমকে বেদম মারধর করে। এমন সময় এলাকাবাসী এগিয়ে আসলে ওবাইদুল ও তার পরিবারের লোকজন সটকে পড়ে। পরে মিনারাকে উদ্ধার করে এলাকাবাসী গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে ওবাইদুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।