Hits: 5
বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় সদস্য, সদর উপজেলার বিপ্লবী সভাপতি ও বাসদ (মার্কসবাদী) নেতা কমরেড গোলাম সাদেক লেবুসহ ডিজিটাল নিরাপত্তা আইনে আটককৃত নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি, ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাসদ( মার্কসবাদী) গাইবান্ধা জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার উদ্যোগে এ বিক্ষাভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
মিছিল শুরুর আগে সংগঠনের জেলা কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গাইবান্ধা জেলার আহবায়ক আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, মাহবুবুর রহমান খোকা, পরমানন্দ দাস, রাহেলা সিদ্দিকা প্রমুখ।
বক্তাগণ কৃষক নেতা কমরেড গোলাম সাদেক লেবুসহ আটককৃত নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
উল্লেখ্য, গাইবান্ধার গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে কাউন্সিল বাজারের ঘটনায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থী তিনটি কেন্দ্রে জোরপূর্বক ভোট নিয়ে কাউন্সিলের বাজার কেন্দ্রে গেলে জনগনের প্রতিরোধের মুখে পড়ে।
নিজের অপকর্ম ঢাকতে ষড়যন্ত্রমুলকভাবে ও হয়রানির উদ্দেশ্য বাসদ মার্কসবাদী জেলা নেতা ও চেয়ারম্যান প্রার্থী গোলাম সাদেক লেবুসহ নেতাকর্মীদের নামে রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করে।