Hits: 14
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যানের চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শাখাহার ইউনিয়নের দামগাড়ী ফেইচকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে অটোভ্যানের চালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের দামগাড়ী ফেইচকা এলাকায় একটি বালুবাহী ট্রাকের সাথে ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোভ্যানের চালকসহ ৫ যাত্রী আহত হন।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জের বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর