Hits: 6
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামে গতকাল মঙ্গলবার বিকালে এক অগ্নিকা-ের ঘটনায় চারটি পরিবারের ছয়টি ঘরের মালামালসহ ৭ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে গেছে।
জানা গেছে, ওই গ্রামের হাসেম আলী সরদারের স্ত্রী ফাতেমা বেগমের বসতবাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে নিমিষের মধ্যে আশেপাশের ছয়টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এব্যাপারে বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাঁচটি ঘর ও মালামালসহ প্রায় সাতলাখ টাকার সম্পদ পুড়ে গেছে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর