Hits: 14
বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় সদস্য, সদর উপজেলার বিপ্লবী সভাপতি ও বাসদ (মার্কসবাদী) নেতা কমরেড গোলাম সাদেক লেবুসহ ডিজিটাল নিরাপত্তা আইনে আটককৃত নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি, ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন দারিয়াপুর অঞ্চল এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের নেতা ডাঃ জব্বার , নিলুফার ইয়াসমিন শিল্পী, পরমানন্দ দাস প্রমূখ।
বক্তাগণ কৃষক নেতা কমরেড গোলাম সাদেক লেবুসহ আটককৃত নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
গাইবান্ধার গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে কাউন্সিল বাজারের ঘটনায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থী তিনটি কেন্দ্রে জোরপূর্বক ভোট নিয়ে কাউন্সিল বাজার কেন্দ্রে গেলে জনগনের প্রতিরোধের মুখে পড়ে।
নিজের অপকর্ম ঢাকতে ষড়যন্ত্রমুলকভাবে ও হয়রানির উদ্দেশ্যে বাসদ মার্কসবাদী জেলা নেতা ও চেয়ারম্যান প্রার্থী গোলাম সাদেক লেবুসহ নেতাকর্মীদের নামে রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করে।
হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়া হয়। পরে সাইবার ট্রাইবুনালে সারেন্ডার করলে ডিজিটাল নিরাপত্তা আইনে গতকাল আটক হন বাসদ মার্কসবাদী নেতা গোলাম ছাদেক লেবুসহ চারজন। অবিলম্বে এই ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহার করাসহ নিঃশর্তে মুক্তির দাবী জানান বক্তারা।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর