Hits: 1
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক যুবক রবি মিয়াসহ তার সহযোগী সুজা মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
গত সোমবার রাতে উপজেলার দূর্গম চরাঞ্চল রাঘব গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। ধর্ষক রবি মিয়া ওই গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে এবং সহযোগী বন্ধু সুজা মিয়া একই গ্রামের শরিফ মিয়ার ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন থেকে এক স্কুল ছাত্রীর সাথে রবি মিয়ার প্রেম ভালবাসা বিনিময় হয়ে আসছিল। এরই একপর্যায় ওইদিন বন্ধু সুজা মিয়ার সহযোগীতায় রবি মিয়া ওই স্কুল ছাত্রীকে বাড়ির পাশে দূর্গম চরাঞ্চলের ভূট্টা ক্ষেতে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে। ওই স্কুল ছাত্রী বাড়িতে এসে তার বাবা মাকে বিষয়টি জানায়।
এ নিয়ে ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করে। এব্যাপারে মামলা তদন্তকারি কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, গতকাল মঙ্গলবার আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে এবং ওই স্কুল ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর