Hits: 45
‘বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১লা মার্চ) দিবসটি পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বণার্ঢ্য র্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান।
এ উপলক্ষে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানী গাইবান্ধা সহকারি উন্নয়ন ব্যবস্থাপক মো. আসোয়াদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি সাদেকুর রহমান ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর এ্যাসিস্টেন্টে জেনারেল ম্যানেজার এটিএম সাবুদ মিয়া, অরবিন্দ সাহা, খন্দকার শামীম আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালে ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। যোগদানের ফলে বীমা পলিসী তখন থেকেই চলে এসেছে। বর্তমানে বাংলাদেশে যেকোন দূর্ঘটনা জনিত কারণে ক্ষতিগ্রস্থ পরিবারকে বীমার সুবিধা প্রদান করা হয়। এই দিবসটিকে জন কল্যানে রূপ দেয়ার জন্য জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে বীমার সুফল প্রতিটি পরিবারকে এর আওতায় নিয়ে আসার জন্য সরকার সহায়তা প্রদান করছে। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতার ১০ জনকে পুরস্কার ও ১০ জনকে দাবিকৃত বীমার অর্থ প্রদান করা হয়।