Hits: 11
গাইবান্ধায় রাষ্ট্রায়ত্ত সকল চিনিকল চালুর দাবিতে রংপুর সুগার মিল সংলগ্ন মহিমাগঞ্জ বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ আখচাষী ইউনিয়ন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আতোয়ারুল ইসলাম নান্নুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর কৃষক সংগঠন ও বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদ, রংপুর চিনিকল শ্রমিক কল্যান পরিষদের সভাপতি জিনাত আলী প্রধান, আখচাষী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী,রংপুর সুগার মিলের শ্রমিক নেতা আতোয়ার রহমান , রফিকুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন উত্তরবঙ্গের একমাত্র ভারীশিল্প সুগারমিল এর উপর হাজার হাজার শ্রমিক,লক্ষ লক্ষ আখচাষী, পরিবহন শ্রমিক এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা নির্ভর করে। এছাড়া বিষমুক্ত,স্বাস্থ্যসম্মত লালচিনি আমরা এসব চিনিকল থেকে পাই। এইসব চিনিকল বন্ধ করে শ্রমিক, আখচাষীসহ চিনিকলের সাথে যুক্ত মানুষদেরকে পথে বসিয়েছে সরকার। এই অন্যায়, জুলুমের প্রতিকারস্বরূপ অবিলম্বে বন্ধ সকল চিনিকল চালু করতে হবে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শ্রমিক এবং আখচাষীদের কাছে আহ্বান জানান নেতৃবৃন্দ।