Hits: 19
মরহুম আব্দুর রউফ সাজু মিয়া স্মৃতি স্মরণে দারিয়াপুর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট (ডিপিএল) এর ফাইনাল খেলা শুরু হচ্ছে আগামিকাল শুক্রবার দুপুর ১২টায়।
এবারো বরাবরের মত খেলা শুরু হবে দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে।
এমনটাই সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডিপিএল এর সাধারণ সম্পাদক লেবু মিয়া।
দীর্ঘ কয়েক দিন খেলা বন্ধ থাকার পর এমন সিধান্ত জানানো কর্তৃপক্ষ।
এবারের ফাইনাল খেলায় অংশ গ্রহন করছে জেবি হান্টার্স বনাম সুইট এন্ড নাজমুল হান্টার্স।